kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনাটোরের বাগাতিপাড়া উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক ঘটনায় ওই দুই শিশুর মৃত্যু হয়। মৃত জুনায়েদ (২) উপজেলার পাকা ইউনিয়নের রামপাড়া গ্রামের আনারুলের ছেলে এবং ফাহিম ইসলাম (৮) ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাইলকোনা গ্রামের আশরাফুলের ছেলে।

পাকা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, গতকাল দুপুর দেড়টার দিকে জুনায়েদ বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে শিশুটি পাশের পুকুরের পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর শিশুটির মৃতদেহ উদ্ধার করে।

ফাগুয়ারদিয়ার ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আট বছরের শিশু ফাহিম। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়।

মন্তব্যসাতদিনের সেরা