kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

দামুড়হুদা সীমান্ত

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি   

৬ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদামুড়হুদার নীমতলা সীমান্তে বিএসএফের গুলিতে নাজিম উদ্দিন (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নাজিম চুয়াডাঙ্গার সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের গাংপাড়ার তারু মণ্ডলের ছেলে। তিনি মাদক কারবারির সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছে।

নাজিম উদ্দিনের স্ত্রী রেহানা পারভীন জানান, তাঁর স্বামী গতকাল বৃহস্পতিবার সকালে ভারতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে দুপুরে লোকমুখে জানতে পারেন তাঁর স্বামীর গুলিবিদ্ধ লাশ বাংলাদেশ-ভারত সীমান্তের ৭৪ নম্বর প্রধান খুঁটির কাছে ভারতের ভেতর পড়ে আছে।

৫৮-বিজিবি ব্যাটালিয়নের পরিচালক কামরুল আহসান বলেন, ভারত সীমান্তে চোরা কারবারি নিহতের খবর জানার পর ঘটনাস্থলে বিজিবি সদস্যরা গেলে সেখানে কোনো লাশ পড়ে থাকতে দেখা যায়নি। এ ছাড়া বিএসএফের পক্ষ থেকে কোনো বাংলাদেশি নিহতের খবরও তারা জানায়নি। তবে এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যার বিষয়টি সঠিক কি না, নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্যসাতদিনের সেরা