kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

সারা দেশে মানববন্ধন

৬ মাসে দেশে ৬৩০ নারী ও শিশু ধর্ষণের শিকার

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনারী ও শিশু ধর্ষণ বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ ) তাদের ১১৮টি সহযোগী সংগঠনসহ এবং নারীপক্ষ, অ্যাকশন এইড, উৎস বাংলাদেশ এবং কনসার্ন ওয়াল্ডওয়াইড তাদের ৫০টি সহযোগী সংগঠন গত মঙ্গলবার সারা দেশে মানববন্ধন ও সমাবেশ করে।

দেশের ৬৪টি জেলার ২০০টি স্থানে একই সঙ্গে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশগুলোতে বক্তারা সম্প্রতি দেশে শিশু, নারী ধর্ষণ ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে। তারা শিশু ও নারীদের প্রতি চলমান সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে দ্রুত ও সঠিক বিচারের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ।

উল্লেখ্য, গত ছয় মাসে শুধু পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী শিশু ও নারী ধর্ষণের যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভয়াবহ। গত সাত মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৫৭২ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে মারা গেছে ২৩ জন এবং আহত হয়েছে ৫২৪ শিশু। নিহতদের মধ্যে তিনজন ছেলে এবং আহতদের মধ্যে ২২টি ছেলেশিশু রয়েছে । ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল ৮৪ জন শিশুর ওপর। এদের মধ্যে নিহত হয়েছে একটি শিশু। যৌন হয়রানির শিকার হয়েছে ৭৫ শিশু, নিহতদের মধ্যে দুজন ছেলেশিশু ।

অন্যদিকে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ৬৩০ নারী ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ৩৭ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে । সাতজন নারী আত্মহত্যা করেছে । এ ছাড়া ১০৫ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে । সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা