kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

ক্ষুব্ধ জাতীয় কমিটি, সিপিবি ও বাসদ

পিএসসি-২০১৯ বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক   

৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগ্যাস রপ্তানি ও দাম বৃদ্ধির সুযোগ রেখে পিএসসি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট)-২০১৯ প্রণয়নের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বুধবার পৃথক বিবৃতিতে তাঁরা ‘বহুজাতিক কম্পানি, কমিশনভোগী ও লুটেরাদের স্বার্থ রক্ষায়’ ওই পিএসসি করা হয়েছে বলে অভিযোগ করেছেন এবং তা বাতিলের দাবি জানিয়েছেন।

জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, সমুদ্রে তেল-গ্যাসসম্পদ নিয়ে সরকার বিদেশি কম্পানির সঙ্গে অধিকতর জাতীয় স্বার্থবিরোধী চুক্তির প্রস্তুতিস্বরূপ পিএসসি-২০১৯ প্রণয়ন করেছে। এসব চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি।

মন্তব্যসাতদিনের সেরা