kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের ব্যক্তিরা ধরাছোঁয়ার বাইরে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ও নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার হয়েছে; আর যারা বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে ছিল, তারা আজও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। তাদেরও আমরা অচিরেই ধরব।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘গাহি সাম্যের গান’ মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করে বঙ্গবন্ধু-নীল দল। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এর আগে গতকাল সকালে গাজীপুর সিটি করপোরেশনের টান কড্ডা এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় তিনি বলেন, গত ১১ বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন প্রায় সাত গুণ বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে বিদ্যুৎ লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হবে। এরই মধ্যে বড় শহরগুলোতে এ ধরনের প্রকল্পের কাজ শুরু হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা