kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

সাটুরিয়ায় ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি

মানিকগঞ্জ প্রতিনিধি   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান রুহুল আমিনকে এক টুকরো কাফনের কাপড়সহ চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার এই হুমকি পাওয়ার পর তিনি সাটুরিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। রুহুল আমিন বালিয়াটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তবে চিঠির ঠিকানায় মাদরাসা কমিটির সভাপতির পরিচয় ব্যবহার করা হয়েছে।

ডাকযোগে পাঠানো চিঠিতে সভাপতি সাহেব সম্বোধন করে প্রথমেই বলা হয়েছে, ‘লাল সালাম নাও। যদিও তুমি সালাম পাওয়ার যোগ্য নও।’ এরপর বলা হয়েছে, ‘তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো। অথচ ইসলামবিরোধী কাজ করছো। সরকারি টাকায় ওমরাহ কর, লোক দেখানো নামাজ পড়, কখনই সঠিক বিচার করো না। ক্ষমতার কারণে মানুষকে মানুষ মনে করো না। তোমার পরিবারের লোকজনও নিজেদের ভগবান মনে করে।’

হুমকি দিয়ে বলা হয়েছে, ‘মাদরাসা বিষয়ে কোনো অনিয়ম করলে তোমার এবং তোমার পরিবারের রক্ষা নেই। বদলে যাও, না হয় মৃত্যুর জন্য প্রস্তুত হও।’

এ ব্যাপারে রুহুল আমিন বলেন, নির্বাচনী প্রতিপক্ষ থেকে এই হুমকি দেওয়া হতে পারে। আগের ইউপি নির্বাচনের সময়ও তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।

সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিয়া বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা