kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

স্পিকারকে জাপার চিঠি

জি এম কাদের বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক   

৪ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে উল্লেখ করে স্পিকারকে একটি চিঠি দিয়েছে জাতীয় পার্টি। গতকাল মঙ্গলবার বিকেলে জাপার একটি প্রতিনিধিদল জাতীয় সংসদে গিয়ে চিঠিটি দিয়ে আসে।

পাঁচ সদস্যর প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। তাঁর সঙ্গে ছিলেন জাপার সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, আদেলুর রহমান, শরিফুল ইসলাম জিন্না ও নাজমা আক্তার।

প্রতিনিধিদলের কেউ বিষয়টি নিয়ে মুখ না খুললেও সংসদের একটি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা এবং রওশন এরশাদকে উপনেতা হিসেবে উল্লেখ করে ওই চিঠি দেওয়া হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা