kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

নবীগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে দুই সহোদর রায়হান আহমেদ (৭) ও শাহান মিয়া (৫) মারা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পূর্ব জাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই সহোদর ওই গ্রামের আজমান আলীর ছেলে। শাহান বাক্প্রতিবন্ধী ছিল।

নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, বিকেলে শাহান ও রায়হান খেলার সময় বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা