kalerkantho

বুধবার । ১৩ নভেম্বর ২০১৯। ২৮ কার্তিক ১৪২৬। ১৫ রবিউল আউয়াল ১৪৪১     

নর্থ সাউথে হয়ে গেল ‘ইনোভেশন চ্যালেঞ্জ সিজন-৮’

নিজস্ব প্রতিবেদক   

৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনর্থ সাউথ ইউনিভার্সিটিতে হয়ে গেল ‘ইনোভেশন চ্যালেঞ্জ-সিজন ৮’। গত বৃহস্পতিবার ‘এনএসইউ এসিএম স্টুডেন্ট চ্যাপ্টার’-এর আয়োজনে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। তাতে মিডিয়া পার্টনার ছিল কালের কণ্ঠ।

প্রতিযোগিতায় প্রথম হয় ‘বাংলাদেশের জন্য একটি সম্পূর্ণ সড়ক স্বাস্থ্য নিরীক্ষণ ব্যবস্থা’ নামের প্রকল্প। দ্বিতীয় হয়েছে ‘আইওটি এবং ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে অটোমেটেড হাইড্রোপোনিক সিস্টেম’ নামের প্রকল্প। তৃতীয় হয় ‘পারপিচুয়াল অ্যাবনরমালিটি ট্র্যাকিং উইথ রোবাস্ট ওকলক্রেসি নিউট্রালাইজেশন’ প্রকল্প।

বিচারক হিসেবে ছিলেন এনএসইউ শিক্ষক ড. তানজিলুর রহমান, মির্জা মোহাম্মদ লুতফে এলাহী, আশফিয়া বিনতে হাবিব, রিশাদ আরেফিন, ফাহিমুল হক ও সৈয়দ আতাহার বিন আমি। বাংলালিংকের তথ্য-প্রযুক্তি বিভাগের কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল খান এবং শফিকুর রহমানও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

মন্তব্যসাতদিনের সেরা