kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

রংপুর-৩ উপনির্বাচন

আ. লীগের মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের রংপুর-৩ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার থেকে শুরু করে আগামী ৪ সেপ্টেম্বর বুধবার পর্যন্ত এ মনোনয়ন ফরম বিতরণ চলবে। গতকাল রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম একই কার্যালয়ে জমা দিতে হবে।

মন্তব্যসাতদিনের সেরা