kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

লক্ষ্মীপুরে পাঁচ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ প্রমাণিত

লক্ষ্মীপুর প্রতিনিধি   

২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেলক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষক লিটন চন্দ্র সরকারের বিরুদ্ধে নবম শ্রেণির পাঁচ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাহবুবুর রশিদ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রধান ও প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান গত শনিবার সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন জমা দেন। তিনি বলেন, তদন্ত চলাকালে ওই পাঁচ ছাত্রী, তাদের অভিভাবক ও স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে শিক্ষক লিটন চন্দ্রের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

অভিযোগ মতে, লিটন চন্দ্র টিটিসির সামনে একটি ঘর নিয়ে নবম-দশম (ভোকেশনাল) শ্রেণির শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন। খাতায় নম্বর বেশি দেওয়ার লোভ ও পরীক্ষায় ফেল করানোর ভয় দেখিয়ে পাঁচ শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করেন তিনি।

মন্তব্যসাতদিনের সেরা