kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

মসিউর রহমান বললেন

বঙ্গবন্ধু নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত নিতেন না

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নথি পড়ে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করতেন না। তিনি পুরো বাংলাদেশকে জানতেন। সব বিষয়ে অবগত ছিলেন। তিনি দর্শনার্থীদের সঙ্গে সহজ-সরল ব্যবহার করতেন এবং তাদের বাড়ির পরিবেশ পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতেন।’

গতকাল শনিবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক আলোচনাসভায় মসিউর রহমান এ কথা বলেন। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

মসিউর রহমান বলেন, ‘সব ধরনের রাজনৈতিক মতাদর্শের রাজনীতিবিদের সঙ্গে বঙ্গবন্ধু সুসম্পর্ক বজায় রাখতেন। বঙ্গবন্ধু মনে করতেন, আলোর পথের রাজনীতি জনমানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করে। তিনি মওলানা ভাসানীকে অনেক শ্রদ্ধা ও সম্মান করতেন।’

মন্তব্যসাতদিনের সেরা