kalerkantho

শুক্রবার । ২২ নভেম্বর ২০১৯। ৭ অগ্রহায়ণ ১৪২৬। ২৪ রবিউল আউয়াল ১৪৪১     

রোহিঙ্গাদের সরকারই ইন্ধন দিচ্ছে : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে স্বয়ং সরকার। যদি তা না হয় তবে লাখ লাখ লোক সমবেত হয়ে সমাবেশ, মিছিল করে কিভাবে? তিনি বলেন, ‘পুলিশ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অনুমতি দেন না সভা-সমাবেশ করতে। রোহিঙ্গাদের সমাবেশ করতে দিলেন। আমি মনে করি, এর পেছনে সরকারেরই ইন্ধন আছে অন্য কোনো কলকাঠি নাড়ার।’

গতকাল শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১-এর ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত আলোচনাসভায় গয়েশ্বর এ কথা বলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলে বলেছিলেন, ‘রোহিঙ্গাদের ইন্ধন দিচ্ছে কারা? তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

গয়েশ্বর বলেন, ‘রোহিঙ্গা আমাদের জন্য বড় সংকট। এটি জাতীয় সমস্যা, দেশের সমস্যা। এর সমাধানের জন্য কালেকটিভ লিডারশিপ দরকার। অর্থাৎ সবাই মিলে জাতীয় ঐক্যের ভিত্তিতে এই সমস্যার সমাধান করতে হবে। বিশ্বের যত বড় বড় শক্তিধর দেশ রয়েছে তাদেরও সঙ্গে নিতে হবে এবং জাতিসংঘের মাধ্যমে সব রাষ্ট্রকে সক্রিয় করেই সমস্যার সমাধান করতে হবে।’

সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় আলোচনাসভায় জাতীয় পার্টির (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, বিএনপির আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্যসাতদিনের সেরা