kalerkantho

বৃহস্পতিবার । ২১ নভেম্বর ২০১৯। ৬ অগ্রহায়ণ ১৪২৬। ২৩ রবিউল আউয়াল ১৪৪১     

ওয়ার্কার্স পার্টির সেমিনারে অর্থনীতিবিদরা

উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাচ্ছে না

নিজস্ব প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির হাত থেকে উন্নয়নকে রক্ষার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, প্রবৃদ্ধি বাড়লেই উন্নয়ন হয় না। দেশে দৃশ্যমান কিছু উন্নয়ন হলেও সেই উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাচ্ছে না। প্রতিনিয়ত সমাজে বৈষম্য বাড়ছে। এই বৈষম্য ও অসমতা দূর করতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘উন্নয়ন, বঞ্চনা ও অসমতা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল আলোচক ছিলেন ইউএনডিপির দারিদ্র্য বিমোচন বিভাগের সাবেক পরিচালক অধ্যাপক ড. সেলিম জাহান।

মন্তব্যসাতদিনের সেরা