kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

সোনারগাঁয় দুুই পর্যটন সড়ক বেহাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার গুরুত্বপূর্ণ দুটি পর্যটনকেন্দ্র এলাকার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়ক দুটির বেশির ভাগ স্থানে পিচ, পাথর ও খোয়া উঠে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায়। ভাঙাচোরা রাস্তায় চলতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রতিদিন অসংখ্য পর্যটক নানা দুর্ভোগের মধ্যে পড়ে। এলাকাবাসী স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের লিখিতভাবে জানালেও কাজ হচ্ছে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনারগাঁ পৌরসভা এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের একমাত্র সড়ক শহীদ মজনু পার্ক থেকে দুই কিলোমিটার দূরত্বের পানাম নগর এবং পানাম নগর থেকে তিন কিলোমিটার দূরত্বের প্রেমের বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়েছে। একই অবস্থা বিরাজ করছে তালতলা-নানাখী থেকে ছয় কিলোমিটার দূরত্বের সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান বারদী সড়কের বিভিন্ন স্থানে।

মন্তব্যসাতদিনের সেরা