kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

বিচারপতি মোহাম্মদ ইমান আলী বললেন

শিশুদের আদালতে পাঠানো সমীচীন নয়

নিজস্ব প্রতিবেদক   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘শিশুরা অপরাধ করার প্রবণতা নিয়ে জন্মায় না, অপরাধী হয়ে জন্মায় না। পারিপার্শ্বিক অবস্থার কারণে অপরাধে জড়িয়ে পড়ে। শিশুরা খারাপ কাজ বা খারাপ ব্যবহারের জন্য দায়ী নয়। এর জন্য দায়ী কে, সেটাই আমাদের চিন্তা করা উচিত।’

‘ডাইভারশন ফ্রম দ্য পুলিশ স্টেশন আন্ডার দ্য চিলড্রেন অ্যাক্ট ২০১৩’ শীর্ষক কর্মশালায় গতকাল শনিবার শিশু অধিকারবিষয়ক সুপ্রিম কোর্টের বিশেষ কমিটির (এসসিএসসিসিআর) সভাপতি ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী এসব কথা বলেন।

মোহাম্মদ ইমান আলী বলেন, ‘আমাদের কাজটা হচ্ছে শিশুদের কিভাবে ভালো পথে নিয়ে আসব। কী করলে ভালো হবে—এটা নিয়ে চিন্তা করতে হবে। শিশুকে আদালতে পাঠানো সমীচীন নয়, বিকল্প পন্থায় তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত।’

জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ বাংলাদেশ) এবং সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি অন চাইল্ড রাইটসের (এসসিএসসিসিআর) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা