kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

সৈয়দ মুজিবুল বশর মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফ উদযাপিত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমাইজভাণ্ডার দরবার শরিফের আধ্যাত্মিক সাধক হজরত শাহ সুফি আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-হাসানী আল-মাইজভাণ্ডারীর পবিত্র খোশরোজ শরিফ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরিফের গাউছিয়া রহমান মঞ্জিলের উদ্যোগে এ খোশরোজ শরিফ অনুষ্ঠিত হয়। এ ছাড়া এ উপলক্ষে আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

খোশরোজ শরিফ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাইজভাণ্ডারীর ভক্তদের সমাগম ঘটে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন। বাদ আসর গাউছিয়া রহমান মঞ্জিলের বিভিন্ন কর্মসূচি শেষে মাইজভাণ্ডার শাহি ময়দানে লাখো ভক্তের উপস্থিতিতে বিশ্ব উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা