kalerkantho

শুক্রবার । ১৫ নভেম্বর ২০১৯। ৩০ কার্তিক ১৪২৬। ১৭ রবিউল আউয়াল ১৪৪১     

ভারতের ডাক্তারের পরামর্শ মিলবে ব্রাহ্মণবাড়িয়াতেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া থেকেই ভারতের হায়দরাবাদের গ্লেনেগ্যালস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলা যাবে। একই সঙ্গে ওই হাসপাতালের চিকিৎসাসেবাসহ সার্বিক বিষয়ে তথ্যও জানা যাবে। এ সুবিধা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালটির সেবাকেন্দ্র খোলা হয়েছে।

গতকাল শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, পৌর এলাকার সমবায় মার্কেটে সেইফ হেলথ কেয়ার নামে সেবাকেন্দ্র থেকে হাসপাতালের সব ধরনের সেবাসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে হাসপাতালের মহাব্যবস্থাপক কৌশিক গুহ জানান, ভারতে যাওয়ার আগেই সংশ্লিষ্টরা চিকিৎসাসংক্রান্ত তথ্য জেনে যেতে পারবে। রোগীদের থাকার ব্যবস্থাও হাসপাতাল কর্তৃপক্ষ করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে গ্লেনেগ্যালস গ্লোবাল হাসপাতালের অর্থোপেডিক ও জয়েন্ট রিপ্লেসমেন্ট বিশেষজ্ঞ চিকিৎসক ভেনকাট্রামানা ভেমোরি, সেফ হেলথ কেয়ারের পরিচালক তানভীর আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা