kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

মৃত্যুবার্ষিকী

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেহামিদুজ্জামান এহিয়া

ভাষাসৈনিক হামিদুজ্জামান এহিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। ১৯৫৪ সালের ২৭ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় হামিদুজ্জামানকে বেলুচ আর্মড ফোর্স গ্রেপ্তার করে। ২০১৭ সালে রাজধানীর ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর হামিদুজ্জামান এহিয়াকে মরণোত্তর সম্মাননা দেয়। মাগুরা প্রতিনিধি।

 

মোশাররফ হোসেন

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মোশাররফ হোসেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে শহরের আলীপুর কবরস্থানে কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিল এবং এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এসব অনুষ্ঠানে অংশ নিতে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি মরহুমের ছেলে অ্যাডভোকেট শায়েদীদ গামাল লিপু অনুরোধ জানিয়েছেন। নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।

 

সালমা খাতুন

মরহুম প্রকৌশলী মীর আব্দুর রাজ্জাকের স্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদের মা মরহুমা সালমা খাতুনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আসর মাতুয়াইল দক্ষিণপাড়া, হাসেম রোড মসজিদ ও নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমার আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য মীর আব্দুস সবুর আসুদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা