kalerkantho

সোমবার । ২৬ শ্রাবণ ১৪২৭। ১০ আগস্ট ২০২০ । ১৯ জিলহজ ১৪৪১

অতিরিক্ত পুলিশ সুপারের বাসায় লক্ষ্যভ্রষ্ট গুলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কনস্টেবলদের বার্ষিক ফায়ারিংয়ের স্থান থেকে গতকাল রবিবার দুপুরে একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একজন অতিরিক্ত পুলিশ সুপারের বাসার ফ্যানে গিয়ে লেগেছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনা জেলা পুলিশের এএসপি মো. আনিচুর রহমান জানান, তখন তাঁর মেয়ে ডাইনিং টেবিলে বসে দুপুরের খাবার খাচ্ছিল। এমন সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে আসা একটি গুলি জানালার কাচ ভেদ করে টেবিলের ওপরের সিলিং ফ্যানে লাগে। তবে কারো কোনো ক্ষতি হয়নি।

কেএমপির এডিসি (নর্থ) সোনালী সেন ও খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম জানান, মহানগরীর শিরোমণি এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধ্যে ‘ফায়ারিং বাট’-এ কেএমপির পুলিশ সদস্যদের বার্ষিক ফায়ারিং চলছে। গতকাল পুলিশ কনস্টেবলদের ফায়ারিং চলছিল। ওই সময় একটি রাইফেলের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের কেডিএ আবাসিক এলাকার ৬৫ নম্বর বাড়ির দোতলার সিলিং ফ্যানে গিয়ে লাগে। পরে তাঁরা গিয়ে গুলিটি উদ্ধার করেন।

মন্তব্যসাতদিনের সেরা