kalerkantho

শুক্রবার । ২৩ শ্রাবণ ১৪২৭। ৭ আগস্ট  ২০২০। ১৬ জিলহজ ১৪৪১

সেলিম আল দীনের জন্মদিনে জাবিতে নানা আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসেলিম আল দীনের জন্মদিনে জাবিতে নানা আয়োজন

প্রখ্যাত নাট্যাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ড. সেলিম আল দীনের ৭০তম জন্মজয়ন্তী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে সেমিনার, শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।

গতকাল রবিবার সকালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক প্রমুখ। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়।

মন্তব্যসাতদিনের সেরা