kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

পদ্মা সেতুতে বসছে আরো পাঁচ স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপদ্মা সেতুতে বসছে আরো পাঁচটি স্প্যান। আগস্টের শেষ দিকে মাওয়া ও জাজিরার মাঝামাঝি ২৪, ২৫ খুঁটিতে ১৫তম স্প্যানটি বসানোর কথা রয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে পাঁচটি স্প্যানই পদ্মা সেতুতে বসানোর সম্ভাবনা রয়েছে। এখনো স্প্যান বসানোর তারিখ নির্দিষ্ট না হলেও সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। সেপ্টেম্বরে একাধিক স্প্যান বসানোর কথা রয়েছে। সেতুর ৪১টি স্প্যানের মধ্যে এ পর্যন্ত ১৪টি স্প্যান বসে গেছে। চীন থেকে ২৭টি স্প্যান মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কুমারভোগের বিশেষায়িত কারখানায় এসে পৌঁছেছে। কয়েক দিন আগে দুটি স্প্যান মাওয়ার কুমারভোগের বিশেষায়িত কারখানায় এসে পৌঁছায়। আরো একটি স্প্যান চীন থেকে বাংলাদেশের পথে সমুদ্রে রয়েছে। বাকি স্প্যান চীনে তৈরি করে রাখা হয়েছে। শিগগিরই বাকি স্প্যানও মাওয়ায় এসে পৌঁছাবে বলে দায়িত্বশীল এক প্রকৌশলী জানিয়েছেন।

পদ্মা সেতুর খুঁটির পাইলিং বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। পদ্মায় বিদ্যুৎ বিভাগের সাতটি খুঁটি বসানোর কাজ এগিয়ে চলেছে। পদ্মা সেতু প্রকল্পের সঙ্গে এই বিদ্যুতের লাইন স্থাপনের চুক্তি রয়েছে। জাজিরা প্রান্তে বিদ্যুতের সাত নম্বর খুঁটিতে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে। এখানে বিদ্যুতের জন্য পদ্মায় সাতটি খুঁটি বসবে। সাত নম্বর খুঁটিতে ছয়টি পাইল বসবে। সাত খুঁটিতে মোট পাইল বসবে ৩৬টি। এরই মধ্যে দুটি পাইলের বটম সেকশনের টাওয়ার সাত ও টাওয়ার আটের কাজ শেষ হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা