kalerkantho

সোমবার। ১৯ আগস্ট ২০১৯। ৪ ভাদ্র ১৪২৬। ১৭ জিলহজ ১৪৪০

গৌরীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১১ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেময়মনসিংহের গৌরীপুরে স্প্রাইড স্পিনিং মিলে শ্রমিকরা গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সময়মতো বেতন-ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় তারা বিক্ষোভে নামে। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

অনেক দিন ধরেই বেতন বৃদ্ধি, সময়মতো মাসিক বেতন দেওয়া, টয়লেট নির্মাণ, খাবার পানির ব্যবস্থা ও শ্রমিকদের মানসিক নির্যাতন বন্ধের দাবি জানিয়ে আসছিল গৌরীপুরের গাজীপুরে অবস্থিত স্প্রাইড স্পিনিং লিমিটেডের শ্রমিকরা। শ্রমিকরা জানায়, তারা ঈদের আগেই তাদের বেতন-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানিয়ে আসছিল কর্তৃপক্ষের কাছে।

মন্তব্য