kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

ডেঙ্গু সচেতনতায় বাম জোটের পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে পদযাত্রা করেছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শুক্রবার সকাল ১১টায় পুরানা পল্টন থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি নগরীর বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর বাজার, সিদ্ধেশ্বরী, মালিবাগ মোড় প্রদক্ষিণ শেষে সেগুনবাগিচায় গিয়ে শেষ হয়। এ সময় হলে করণীয় এবং এডিস মশা নির্মূলে পরিচ্ছন্নতাবিষয়ক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়। বাম জোটের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

পদযাত্রায় অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, সিপিবির জলি তালুকদার ও আনোয়ার হোসেন রেজা এবং বাসদের জুলফিকার আলী ও খালেকুজ্জামান লিপনসহ প্রমুখ অংশ নেন।

এদিকে ডেঙ্গু বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মুক্তাঙ্গন থেকে বাহাদুর শাহ পার্ক অভিমুখে পদযাত্রার কর্মসূচি নিয়েছে বাম দলগুলো।

মন্তব্যসাতদিনের সেরা