kalerkantho

বুধবার । ৮ আশ্বিন ১৪২৭ । ২৩ সেপ্টেম্বর ২০২০। ৫ সফর ১৪৪২

আইনমন্ত্রী পাঠালেন কিট

ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ১৬১ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনিজ সংসদীয় এলাকা কসবা ও আখাউড়া উপজেলার জন্য নিজ অর্থায়নে ডেঙ্গু শনাক্তকরণের জন্য প্রায় চার শ কিট পাঠিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। শুক্রবার এসব কিট এসে সংশ্লিষ্টদের হাতে পৌঁছেছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬১ জনে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা নাগাদ নতুন ১৮ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫৬ জন। 

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো. শাহ আলম জানান, ডেঙ্গু শনাক্তকরণে প্রয়োজনীয় সংখ্যক কিট সংগ্রহ করা হয়েছে। আক্রান্তদের সর্বোচ্চ সেবা দেওয়া হচ্ছে। জেলার সর্বত্র সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। 

মন্তব্যসাতদিনের সেরা