kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

পুলিশ হেফাজত থেকে ডাকাত পালিয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের চুনারুঘাটে কথিত বন্দুকযুদ্ধে নিহত ডাকাত সোলায়মানের সহযোগী আব্দুস শহীদ পুলিশের হেফাজত থেকে পালিয়ে গেছেন। তবে একটি সূত্রের দাবি, শায়েস্তাগঞ্জ থানার একটি কক্ষে জিজ্ঞাসাবাদ চলাকালে পেছনের দরজা দিয়ে শহীদ পালিয়ে যান। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। পলাতক শহীদ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের আইন উল্লার ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট বন্দুকযুদ্ধে মৌলভীবাজারের সোলায়মান নিহত হওয়ার পর গ্রেপ্তারকৃত আন্তজেলা ডাকাতদলের গডফাদার কালা মিয়া হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। কালা মিয়ার জবানবন্দির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শহীদসহ দুই ডাকাতকে ঢাকা থেকে গ্রেপ্তার করে শায়েস্তাগঞ্জ পুলিশ।

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আনিসুর রহমান জানান, চুনারুঘাট ও শায়েস্তাগঞ্জ পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শহীদকে গ্রেপ্তার করে। কিন্তু ঢাকা থেকে শায়েস্তাগঞ্জ নেওয়ার পথে তিনি পালিয়ে যান। থানার কক্ষ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঠিক নয়।

শহীদ কিভাবে পালিয়ে গেল—ওসির কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মন্তব্যসাতদিনের সেরা