সিলেটের টিলাগড় এলাকায় একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলিসহ শেখ নজরুল ইসলাম বিজয় (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিজয় একজন অস্ত্র ব্যবসায়ী বলে দাবি র্যাবের। গ্রেপ্তারকৃত বিজয় টিলাগড় কল্যাণপুরের শেখ মখনের ছেলে।
র্যাব-৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সন্ত্রাসী কার্যকলাপের জন্য বিজয় একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়।
মন্তব্য