kalerkantho

মঙ্গলবার । ২৪ চৈত্র ১৪২৬। ৭ এপ্রিল ২০২০। ১২ শাবান ১৪৪১

নীলফামারীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি   

১০ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনীলফামারী জেলা সদরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার খোকশাবাড়ী ইউনিয়নের দোলাপাড়ায় ঘটনাটি ঘটে।

মৃতরা হলো দোলাপাড়ার হোটেল শ্রমিক আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ (৪) ও আনিছুরের প্রতিবেশী কৃষক হাসান আলীর ছেলে ইয়ামিন (৩)।

স্থানীয় লোকজন জানায়, আব্দুল্লাহ ও ইয়ামিন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পুকুরের পানিতে হাবুডুবু খেতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। পরে তাদের নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা