kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

সাত প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি পিএমওর

কালের কণ্ঠ ডেস্ক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকার্যকর, দক্ষ ও গতিশীল প্রশাসনের আওতায় সরকারের উন্নয়ন লক্ষ্যগুলো বাস্তবায়নের উদ্দেশে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) তার সাতটি সংস্থার সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব চুক্তি স্বাক্ষর হয়। খবর বাসস।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

যেসব প্রতিষ্ঠান কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেছে, সেগুলো হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপিএ), এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) ও আশ্রয়ণ-২ প্রকল্প।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে এর সচিব সাজ্জাদুল হাসান ও বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিডার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলকামা সিদ্দিকী, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহাদাত হোসেন, এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান ফারুক হোসেইন, আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন নিজ নিজ সংস্থার পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এপিএ যতটা দক্ষভাবে কাজ করবে দেশের উন্নয়নেও সেই মাত্রায় গতিশীলতা পাবে।’

এর আগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রস্তুতি সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান।

মন্তব্য