জাতীয় শোক দিবস উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স আয়োজিত ওই সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের বঙ্গবন্ধু প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননান। সংবাদ বিজ্ঞপ্তি।
সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে হোলিস্টিক ট্রিটমেন্ট অ্যান্ড নিউট্রিশন থেরাপি বা বিকল্প চিকিৎসা পদ্ধতি বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধনী বক্তব্য দেন আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য