kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

মানবপাচার রোধে বাংলাদেশের কর্মপরিকল্পনার প্রশংসায় যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমানবপাচার রোধে বাংলাদেশের ২০১৮-২০২২ সালের জাতীয় কর্মপরিকল্পনার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং মানবপাচার পরিবীক্ষণ ও প্রতিরোধবিষয়ক যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসাডর-অ্যাট-লার্জ জন কটন রিচমন্ড। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানায়।

জন কটন রিচমন্ড গত ৩ থেকে ৬ আগস্ট বাংলাদেশ সফর করেন। মানবপাচার প্রতিরোধের উপায় ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবপাচার (ট্রাফিকিং ইন পারসন, সংক্ষেপে টিআইপি) প্রতিবেদনে উল্লিখিত সুপারিশগুলো বাস্তবায়নে অগ্রগতির জন্য বাংলাদেশকে উৎসাহিত করাই ছিল তাঁর এ সফরের লক্ষ্য।

সফরকালে কটন রিচমন্ড ও রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্র, আইন, বিচার ও সংসদ, স্বরাষ্ট্র, সমাজ কল্যাণ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মন্তব্যসাতদিনের সেরা