kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

পরিচয়পত্র পেল পাঁচ লাখের বেশি রোহিঙ্গা

কূটনৈতিক প্রতিবেদক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএ দেশে আশ্রিত পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) পরিচয়পত্র পেয়েছে। আশ্রিত রোহিঙ্গাদের বায়োমেট্রিক তথ্য-উপাত্ত নিবন্ধনের পর পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তারা যে মিয়ানমার থেকে এসেছে, সেটিও লেখা আছে পরিচয়পত্রে।

বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি স্টিভেন করলিস বলেছেন, রোহিঙ্গারা যখন দেশে ফিরে যেতে চাইবে তখন এই পরিচয়পত্র তাদের ফেরার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে বাংলাদেশে অবস্থানকালে তাদের সুরক্ষা ও সেবা পেতেও এটি কাজে লাগবে।

ইউএনএইচসিআর জানায়, গত বছরের জুন মাসে রোহিঙ্গাদের নিবন্ধনপ্রক্রিয়া শুরু হয়। গত বুধবার পর্যন্ত পাঁচ লাখের বেশি রোহিঙ্গাকে পরিচয়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই জীবনে প্রথমবারের মতো পরিচয়পত্র পেল। যাচাইকৃত ১২ বছরের বেশি বয়সী সব রোহিঙ্গা এই কার্ড পাবে।

মন্তব্যসাতদিনের সেরা