kalerkantho

বুধবার। ৬ মাঘ ১৪২৭। ২০ জানুয়ারি ২০২১। ৬ জমাদিউস সানি ১৪৪২

আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড নিয়ে সংঘর্ষ আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বাজারে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ অর্ধশত লোক আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জে জলসুখা বাজারের সিএনজি স্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। একাধিকবার এ নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটে। বর্তমানে সিএনজি স্ট্যান্ডটি জলসুখা ইউপির চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু মিয়ার দখলে। বৃহস্পতিবার সকালে স্ট্যান্ডটি দখল করতে যায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোখসানা আক্তার শিখা ও ইউপি সদস্য রশিদ আহমেদের নেতৃত্বাধীন গ্রুপ। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘনটাস্থলে গিয়ে ৪৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মন্তব্যসাতদিনের সেরা