kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

বরিশালে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

বরিশাল অফিস   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবরিশালে গুলিবিদ্ধ হয়ে মালেক ফকির (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। র‌্যাবের ভাষ্য, মালেক একজন মাদক কারবারি এবং র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। মালেকের বাড়ি নগরের কেডিসি এলাকায়।

র‌্যাব-৮-এর মিডিয়া উইং কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) রইস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোরে তাঁদের একটি দল নগরের জাগুয়া চৌপাশার পুল এলাকায় অভিযানে যায়। সেখানে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এই গোলাগুলির মধ্যে পড়ে মৃত্যু হয় মালেকের। মাদক কারবারের অভিযোগে তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা রয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা