kalerkantho

মঙ্গলবার । ১২ মাঘ ১৪২৭। ২৬ জানুয়ারি ২০২১। ১২ জমাদিউস সানি ১৪৪২

বাল্যবিয়ে থেকে ব্রাহ্মণবাড়িয়ায় দুই স্কুলছাত্রীর রক্ষা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেব্রাহ্মণবাড়িয়ায় সহপাঠীকে বাল্যবিয়ে থেকে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে হাজির হয় স্কুল কেবিনেটের সদস্যরা। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেছেন ইউএনও।

এদিকে জেলার আশুগঞ্জে এক স্কুলছাত্রীকে জোর করে বিয়ের চেষ্টা করায় উছমান ভূঁইয়া নামের এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ওই ছাত্রীর সঙ্গে ভাদুঘরের বাসিন্দা প্রবাসী মো. ফুলন মিয়ার বিয়ের দিন ধার্য ছিল গতকাল বৃহস্পতিবার। ওই স্কুলের কেবিনেট সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে বিষয়টি জানায়। গতকাল দুপুরে কনের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন।

এদিকে আশুগঞ্জের বগুইর গ্রামের বাসিন্দা ও স্থানীয় স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে জোর করে বিয়ের চেষ্টা করা উছমান ভূঁইয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজিমুল হায়দার এ রায় দেন।

মন্তব্যসাতদিনের সেরা