kalerkantho

মঙ্গলবার । ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ । ২৬  মে ২০২০। ২ শাওয়াল ১৪৪১

পাঁচ দিনের সরকারি ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক   

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সরকারি তিন দিন ছুটির সঙ্গে সাপ্তাহিক দুই দিনের ছুটি মিলে আজ থেকে পাঁচ দিনের ছুটি শুরু হলো। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে ঈদের ছুটির রেশ দেখা যায়।

সরকারি ক্যালেন্ডার অনুযায়ী এবার ঈদের ছুটি ১১, ১২ ও ১৩ আগস্ট যথাক্রমে আগামী রবি, সোম ও মঙ্গলবার। এর সঙ্গে আজ শুক্র ও আগামীকাল শনিবার দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলে হয়েছে মোট পাঁচ দিন। ঈদের ছুটির পর আগামী বুধবার সরকারি সব অফিস খুলবে। এর পরের দিনই জাতীয় শোক দিবসের বন্ধ রয়েছে। শোক দিবসের সঙ্গে যোগ হচ্ছে আগামী সপ্তাহের শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। তাই বুধবার নিয়ম রক্ষার অফিস খোলা হলেও প্রকৃতপক্ষে ১৮ আগস্ট রবিবার থেকেই পুরোদমে কাজ শুরু হবে সরকারি অফিস-আদালতে। তবে সরকারি কর্মচারীদের কেউ যদি ব্যক্তিগতভাবে ১৪ আগস্টের ছুটির ব্যবস্থা করতে পারেন তাহলে টানা ৯ দিনের ছুটি কাটানোর সুযোগ থাকছে।

মন্তব্যসাতদিনের সেরা