kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

সাবেক এমপি মিজানের বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এমপি শামসুল হককে সম্পদ বিবরণী দেওয়ার নোটিশ

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক কোটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২০ লাখ টাকার সম্পদ গোপন করার অভিযোগে দুদকের পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে গতকাল বিকেলে মামলাটি করেন।

স্ত্রীসহ সাবেক এমপি শামসুল হকের সম্পদ বিবরণীর নোটিশ 

একই দিন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামসুল হক ভূঁইয়া ও তাঁর স্ত্রী ডা. আনোয়ারা হকের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে দুদক। দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলমের সই করা এ নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য। আগামী ২১ কর্মদিবসের মধ্যে স্থাবর-অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎসসহ বিস্তারিত বিবরণী দাখিল করার অনুরোধ করা হয়েছে ওই নোটিশে।

মন্তব্যসাতদিনের সেরা