সংসদ সদস্য মাহী বি চৌধুরী ও তাঁর স্ত্রী আশফাহ্ হক লোপাকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ২৫ আগস্ট ফের তলব করেছে। অর্থপাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। গতকাল বুধবার এ দম্পতির হাজির হওয়ার দিন থাকলেও তাঁরা হাজির না হয়ে সময় বাড়ানোর আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ২৫ আগস্ট হাজির হতে বলেছে দুদক।
মন্তব্য