kalerkantho

শনিবার । ৩১ শ্রাবণ ১৪২৭। ১৫ আগস্ট ২০২০ । ২৪ জিলহজ ১৪৪১

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

কালের কণ্ঠ ডেস্ক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত সোনাম তোবদেন রাবগিয়ে গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বৈঠকে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বাণিজ্য খুঁজে দেখা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক অত্যন্ত চমৎকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় দুই দেশের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের শুভ সূচনা হয়।

মন্তব্যসাতদিনের সেরা