kalerkantho

বৃহস্পতিবার । ১৪ মাঘ ১৪২৭। ২৮ জানুয়ারি ২০২১। ১৪ জমাদিউস সানি ১৪৪২

তারাপুর চা বাগান থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে ফের অভিযান

সিলেট অফিস   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটের তারাপুর চা বাগানে ফের অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে গত রবিবার প্রথম দফা অভিযান চালিয়ে ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছিল।

সিলেটের তারাপুর চা বাগান একটি দেবোত্তর সম্পত্তি। দীর্ঘদিন এই বাগানটি জালিয়াতির মাধ্যমে দখল করে ভোগদখল করে আসছিলেন বহুল আলোচিত শিল্পপতি রাগীব আলী। ২০১৬ সালে আদালতের নির্দেশে বাগানটি সেবায়েত পংকজ গুপ্তকে বুঝিয়ে দেওয়া হয়। এরপর থেকেই একটি চক্র চা বাগানের ভূমি দখলের চেষ্টা শুরু করে। এ চক্র বাগানের টিলাভূমিতে শতাধিক অস্থায়ী ঘর তৈরি করে জায়গার দখল নেয়।

অভিযানে নেতৃত্বদানকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোজিনা আক্তার বলেন, সব অবৈধ স্থাপনাই উচ্ছেদ করা হবে।

মন্তব্যসাতদিনের সেরা