kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

সিলেটে অগ্নিকাণ্ড গোডাউন ও দোকান পুড়ে ছাই

সিলেট অফিস   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেট নগরের মহাজনপট্টি এলাকায় আগুন লেগে চারটি দোকান ও একটি ক্রোকারিজ সামগ্রীর গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও প্রায় ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, গতকাল মহাজনপট্টির কুশিয়ারা রেস্ট হাউসের পেছনে দুদু মিয়ার কলোনির একটি ক্রোকারিজ সামগ্রীর গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার  চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্যসাতদিনের সেরা