kalerkantho

রবিবার। ৫ আশ্বিন ১৪২৭ । ২০ সেপ্টেম্বর ২০২০। ২ সফর ১৪৪২

ডেঙ্গু প্রতিরোধে সম্প্রীতি বাংলাদেশের সচেতনতা কর্মসূচি

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু প্রতিরোধে রাজধানীর মহাখালী আন্ত জেলা বাস টার্মিনালে গতকাল বুধবার সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সম্প্রীতি বাংলাদেশ। সামজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাবেক তথ্য ও সংস্কৃতি সচিব মো. নাসিরউদ্দিন আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান ও সম্প্রীতি বাংলাদেশের সদস্যসচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি মো. আবুল কালাম, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. শফিউদ্দিন শফি, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোবাশ্বের হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।

মন্তব্যসাতদিনের সেরা