kalerkantho

সোমবার । ১৩ আশ্বিন ১৪২৭ । ২৮ সেপ্টেম্বর ২০২০। ১০ সফর ১৪৪২

রেলস্টেশনে দুদকের অভিযান

খুলনায় ঈদের অগ্রিম টিকিট কালোবাজারে বিক্রি

খুলনা অফিস   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনা রেলস্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রিতে কারসাজির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির গতকাল বুধবার দুপুরের এক অভিযানে বের হয়ে আসে, স্টেশনের প্রধান বুকিং সহকারীর নেতৃত্বে একটি চক্র সার্ভারে টিকিট ব্লক রেখে যাত্রীদের টিকিট সংকট দেখিয়ে ওই টিকিট কালোবাজারে বিক্রি করেন। এ ছাড়া স্টেশন মাস্টারের উেকাচ নেওয়ার অভিযোগেরও সত্যতা মিলেছে।

দুদক খুলনার উপপরিচালক নাজমুল আহসান জানান, স্টেশনের প্রধান বুকিং সহকারী মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি চক্র ঈদের অগ্রিম টিকিট কালোবাজারি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া খুলনা স্টেশনের স্টেশন মাস্টার মানিক লাল সরকারের বিরুদ্ধে রেলওয়ের অবসরপ্রাপ্ত স্টাফদের পেনশন বাবদ জনপ্রতি ১০০ টাকা হারে উেকাচ নেওয়ার প্রমাণ পাওয়া গেছে।

মন্তব্যসাতদিনের সেরা