kalerkantho

রবিবার । ১০ মাঘ ১৪২৭। ২৪ জানুয়ারি ২০২১। ১০ জমাদিউস সানি ১৪৪২

জাপার মানববন্ধন

‘মশা মারতে পারেন না এমন মেয়র দরকার নেই’

নিজস্ব প্রতিবেদক   

৮ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকার দুই মেয়রের বিরুদ্ধে মশা মারার ওষুধের জন্য বরাদ্দ ৫০ কোটি টাকা লুটপাটের অভিযোগ এনে তাঁদের মশার মতোই বিতাড়নের আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির নেতারা আরো বলেছেন, মশা মারতে ব্যর্থদের মেয়র পদে থাকার দরকার নেই।

জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে গতকাল দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে অন্য অনেকের সঙ্গে দলটির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘ডেঙ্গু হঠাৎ কোনো সমস্যা নয়। কয়েক বছর ধরেই এই সময়ে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। ঢাকা দক্ষিণ ও উত্তরের মেয়রসহ সরকারের উচিত ছিল সময়ের আগেই ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়া। সরকার তা করতে পারেনি। এ ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। আমাদের দাবি, শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, মশা নিধনে বছরব্যাপী অভিযান থাকতে হবে।’

মন্তব্যসাতদিনের সেরা