kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

পল্লবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর পল্লবীর পুরবী সিনেমা হলের কাছে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সেলিম (১৯), সোহেল রানা (২৪) ও ওয়াসিমউদ্দিন (২০)। তাঁদের সবার বাড়ি রাজশাহীর গোদাগাড়িতে।

পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) এমরানুল ইসলাম কালের কণ্ঠকে জানান, পল্লবীর ১২ নম্বর সেকশনের বি ব্লকের ৭ নম্বর সড়কে পুরবী সিনেমা হলের কাছে ১১৯ নম্বর প্লটে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন শ্রমিকরা। ভবনের বাইরে বাঁশের মাচায় ঝুলে তাঁরা কাজ করছিলেন। ৯ তলার অংশ থেকে বাঁশের মাচাটি ভেঙে নিচে পড়ে যায়। তখন ৯ তলা ও ছয়তলায় কাজ করার সময় তিন শ্রমিক নিচে পড়ে যান। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মন্তব্য