kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

পঞ্চগড়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপঞ্চগড়ে পৃথক ঘটনায় পুকুরে ডুবে আলপনা আক্তার (৮) ও লাবিব হাসান (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার তেঁতুলিয়া ও বোদা উপজেলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল তেঁতুলিয়া উপজেলার দেবনগরে বাড়ির পাশে ছোট ভাইয়ের সঙ্গে খেলা করছিল আলপনা। আলপনার ছোট ভাই পুকুরে পড়ে যায়। এ সময় আলপনা ছোট ভাইকে উদ্ধারে পুকুরে নামে। ছোট ভাইকে পুকুর থেকে ওপরে তুললেও সে নিজে পুকুরের পানিতে তলিয়ে যায়। 

এদিকে বিকেলে জেলার বোদা উপজেলায় পুকুরে পড়ে লাবিব হাসান (৩) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বোদা ইউনিয়নের উলিপুকুরী গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানান, অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় লাবিব। কিছুক্ষণ পর পরিবারের লোকজন লবিবের সাড়া-শব্দ না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে লাবিবের ভাসমান মরদেহ খুঁজে পান তাঁরা।

মন্তব্য