kalerkantho

বৃহস্পতিবার । ১৩ কার্তিক ১৪২৭। ২৯ অক্টোবর ২০২০। ১১ রবিউল আউয়াল ১৪৪২

শেরপুর-নেত্রকোনা জেলা বিএনপির কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   

৭ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি এবং নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে দলের সহদপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. মাহমুদুল হক রুবেলকে সভাপতি ও হযরত আলীকে সাধারণ সম্পাদক করে শেরপুর জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। ডা. মো. আনোয়ারুল হককে আহ্বায়ক ও ড. রফিকুল ইসলাম হিলালীকে সদস্যসচিব করে অনুমোদন করা হয়েছে নেত্রকোনা জেলা বিএনপির ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটিও।

মন্তব্য