kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

ঢাকায় মশার ওষুধের নমুনা

নিজস্ব প্রতিবেদক   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচীন, ভারত ও সিঙ্গাপুর থেকে মশার ওষুধের নমুনা এসেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে। গতকাল স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। এসব নমুনা প্রাথমিক পরীক্ষার পর সরকারি তিন সংস্থার কাছে পাঠানো হবে। চীন, ভারত ও সিঙ্গাপুর থেকে মশার ওষুধের নমুনা এনেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং ভারত ও অন্য একটি দেশ থেকে ওষুধের নমুনা এনেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

মন্তব্যসাতদিনের সেরা