kalerkantho

বুধবার । ১২ কার্তিক ১৪২৭। ২৮ অক্টোবর ২০২০। ১০ রবিউল আউয়াল ১৪৪২

সংসদ ভবন এলাকা ঘুরে দেখলেন স্পিকার

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক   

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। গতকাল সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবন, সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) ও সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স এলাকায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ আহ্বান জানান।

পরিদর্শনকালে স্পিকার সংসদ ভবন, সংসদ সদস্য ভবন এবং আবাসিক কমপ্লেক্স পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান বিষয়। যা সব সময় অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি সংসদ ভবন এলাকাসহ বিভিন্ন স্থানে অব্যবহৃত আসবাবপত্র দ্রুত অপসারণের নির্দেশ দেন। এ ছাড়া এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্স বসবাসরত কর্মকর্তা কর্মচারী ও গণপূর্ত বিভাগের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মন্তব্য