kalerkantho

শনিবার । ২০ আষাঢ় ১৪২৭। ৪ জুলাই ২০২০। ১২ জিলকদ  ১৪৪১

মৃত্যুবার্ষিকী

৬ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমৃত্যুবার্ষিকী

ফাহমিদা শারমিন সুমী

কালের কণ্ঠ’র উপসম্পাদক মোস্তফা মামুনের ছোট বোন ফাহমিদা শারমিন সুমীর ১১তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মরহুমার বাসায় পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল এবং এতিমখানায় বিশেষ ভোজের আয়োজন করা হয়। ২০০৮ সালের ৫ আগস্ট মাত্র ২৪ বছর বয়সে মারা যান ফাহমিদা শারমিন। সংবাদ বিজ্ঞপ্তি।

 

শরীফ উদ্দিন আহমেদ

হবিগঞ্জের বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগ এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি কামনায় কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি।

 

খোরশেদ আলম সুরুজ

লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ আলহাজ খোরশেদ আলম সুরুজের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দুপুরে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিকেলে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে। লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

মন্তব্য